Serina Jahan |
বড় অসময়ে চলে গেলেন সেরিনা জাহান। ২০০০ সালে তথ্য ও সংস্কৃতি বিভাগে সম্পাদকীয় শাখায় সহ-সম্পাদক পদে যোগ দেওয়ার পর গত বছর সহ-তথ্য আধিকারিক হিসাবে পদোন্নতি পান। কিছুদিন আগে সেরিনা ক্যান্সারে আক্রান্ত হন। তীব্র রোগযন্ত্রণার মধ্যেও তিনি তাঁর দায়িত্ব পালন করে গেছেন নিষ্ঠাভরে।গত ১৩ জুন ২০১১-য় মাত্র ৪৪-এ নিতান্ত অকালে সবাইকে ছেড়ে চিরবিদায় নিলেন সেরিনা। রেখে গেলেন অগণিত গুণমুগ্ধ আত্মীয়-বান্ধব-সহকর্মী।
তাঁর সন্তপ্ত পরিজনদের জন্য রইল আমাদের আন্তরিক সমবেদনা।
No comments:
Post a Comment