Sunday

Book reading may resist our cultural decadence hopes Arambagh Book Fair

The sun is about to set, while the drops of winter falls off our mind, inauguration bell calls the book lovers of Arambagh sub-division in the playground of Arambagh High School where Hooghly district book fair is being held. Eminent Bengali novelist Abul Basar enkindles the lamp to get lights of knowledge to the children of wisdom this evening.

Naren Dey, MIC, Agriculture & Consumer Affairs  


In a thought provoking speech Naren Dey, MIC, Agriculture & Consumer Affairs expresses his deep concern over the increasing addiction of young generation to audio-visual entertainment instead of book reading. Unless the trend is somehow changed, our cultural future will be gloomy in near future, he opines. Prof. Sudarshan Roy Chowdhury, MIC, Higher Education requests people to pass their leisure times with books while addressing the dignified audience assembled to view the opening ceremony of the Arambagh Book Fair jointly initiated by the Raja Rammohun Library Foundation and the department of Library Services of the Government of West Bengal.
Sitting on a nicely decorated stage where cut outs of the great poet Rabindranath Tagore and scientist Prafulla Chandra Roy are garlanded as a tribute to their 150 years of birth, Abul Basar reveals the dynamic personality of  Tagore which makes the listeners spell bound including Shakti Mohan Malik, MP; Binoy Dutta, MLA; Santasree Chatteree, Ex-MP; Mozammel Hosain, Karmadhakshya, Hooghly Zila Parishad; Gopal Kach, Chairman, Arambagh Municipality; Ashima Kundu, Sabhapati, Arambagh Panchayat Samity and others. A book of poems written with the mournful personal experience by Saraswati Bhin is unveiled here. Sub-divisional Magistrate Arindam Niyogi has also graced the occasion. Pradip Saha, Sabhadhipati, Hooghly Zila Parishad has presided over the entire ceremony.  
It being a holiday, the commoners already come here in good number and start purchasing books from the stalls like National Book Trust, National Book Agency, Sahitya Academy, Anima Prakshani, Ebong Mushaera,  Arambagh Times, Patra’s etc. In the evening of each date till 18 December, the visitors will experience many a good cultural programme presented mainly by the local artistes.   
Reported by: Bhaskar jyoti Bera.

Wednesday

কিশোর মনের অনুভবে শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ১৫০ বছর স্মরণে আয়োজিত হুগলী জেলা শিশু-কিশোর উৎসব



রবীন্দ্রচর্চ্চা বেড়েছে, কিন্তু নিজেদের জীবনে তার প্রকাশ হচ্ছে কতটুকু - জরুরী এই প্রশ্নটি উদ্বোধনী ভাষণে শুধিয়েছিলেন জেলা সভাধিপতি প্রদীপ সাহা, গত ৬ ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ স্মরণে চুঁচুড়া রবীন্দ্রভবনে আয়োজিত হুগলী জেলা শিশু-কিশোর উৎসবের আনন্দমঞ্চে। স্বাগত ভাষনে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং উপস্থিত তিন যশস্বী শিশু-সাহিত্যিক ননী মুখার্জী, কার্তিক ঘোষ ও দিলীপ বাগের ভাষনেও অনুরণিত হল সেই সুর। বাকী দু'দিন ধরে জেলার সকল প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক শিশু ও কিশোর-কিশোরীরা সেই প্রশ্নে ভাবিত হয়ে মেলে ধরলেন নিজেদেরকে। কবির প্রতিকৃতি বসে আঁকা সহ আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের চারটি পৃথক, পৃথক আঙ্গিকে 'ক' বিভাগে পাঁচ থেকে নয়  আর 'খ' বিভাগে নয়ের বেশী থেকে ষোলো বছর বয়স পর্যন্ত শিশু, কিশোর-কিশোরীরা প্রতিযোগিতাহীন সাংস্কৃতিক পরিমণ্ডলে বিকশিত করলেন তাঁরা রবীন্দ্রনাথকে নিয়ে কি ভাবছেন সেই সব।

আরামবাগ, শ্রীরামপুর, চন্দননগর, হুগলী সদর মহকুমার নামী বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে বিভাগপিছু একজন করে সর্ব্বোত্তম কুশলী এই উৎসবে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেরই রেওয়াজী কণ্ঠ মুগ্ধ করেছে উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে। নৃত্যের নিক্কনে স্পষ্টতই মূর্ত্ত হয়েছে রবীন্দ্রনৃত্যশৈলীর পেলবতার সঙ্গে ধ্রুপদীনৃত্যশৈলীর নিবিড় বিনিময়। প্রত্যেকে প্রংশসাপত্র দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি অংশগ্রহণকারীকে পূর্বনির্দিষ্ট হারে রাহা খরচ দেওয়া হয়েছে। 

পরিবেশনকারীদের মধ্য থেকে উপস্থিত গুণীজনদের মতামতের ভিত্তিতে বসে আঁকো-র 'ক' বিভাগ থেকে সৃজিতা দাস, 'খ' বিভাগ থেকে রুমিতা দত্ত; আবৃত্তির  'ক' বিভাগ থেকে রণিতা দাস, 'খ' বিভাগ থেকে সময়িতা রক্ষিত; সঙ্গীতের 'ক' বিভাগ থেকে বর্ষা দে, 'খ' বিভাগ থেকে সৃজনী ঘোষ এবং  নৃত্যের 'ক' বিভাগ থেকে স্নিদ্ধা দাস, 'খ' বিভাগ থেকে সহেলী রায় রাজ্য শিশু-কিশোর উৎসবে হুগলী জেলার প্রতিনিধিত্ব করবেন।


৬-৮ ডিসেম্বর- এই তিনটি দিনে  কচি-কাঁচারা সৃষ্টিশীল কলাপ্রদর্শনের মধ্য দিয়ে নিজেদের উৎকর্ষতা বাড়িয়ে নিতে পেরেছেন বলে শিক্ষক-অভিভাবকগণ ধন্যবাদ জানিয়েছেন এ হেন উদ্যোগের প্রতি। কিন্তু আমরা কৃতজ্ঞ 'বিশেষ চাহিদা সম্পন্ন' সেই সব শিশু-কিশোরদের কাছে, যাঁরা সূদুর আরামবাগ, রিষড়া থেকে পথশ্রমের অসীম কষ্ট উপেক্ষা করে অতি উচ্চমানের কলা পরিবেশনে ধন্য করেছেন আমাদের অন্তর্জগতকে।

প্রতিবেদনঃ লিপিকা বন্দ্যোপাধ্যায় ।

 # Please download AVRO Bengali font from 'Useful Links' to avoid difficulty in seeing the report properly.