খেটে খাওয়া মানুষের আয় সুনিশ্চিত করতে সময়োচিত ব্যবস্থা নিল আরামবাগ মহকুমা প্রশাসন। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চয়তা প্রকল্পের কাজ প্রান্তিক মানুষের কাছে যাতে আরো বেশী করে পৌঁছয়, সেই উদ্দেশ্যে আজ দুপুরে আরামবাগ রবীন্দ্রভবনে আয়োজিত এক কর্মশালায় মহকুমার ৬৩টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটির প্রধান এবং দু'জন করে কর্মীকে পারস্পরিক আলোচনার মাধ্যমে উদ্দীপিত করা হয়।ঠিক হয় প্রথম পর্যায়ে অন্তত ৭৮ দিন কাজ দিতে হবে।কাজের জায়গায় শিশুদের দেখভাল করার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।এমনকি অস্পষ্টতা এড়াতে নির্দিষ্ট স্থানে সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত বোর্ড লাগাতেই হবে।সভায় ৬টি ব্লকের চারজন করে কর্মীকেও প্রশিক্ষন দেওয়া হয়।
কর্মশালায় প্রধানগণ নানা সুবিধা-অসুবিধার কথা তুলে ধরলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আন্তরিকভাবে জানিয়ে দেন নবাগত মহকুমা শাসক অরিন্দম নিয়োগী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সংশ্লিষ্ট বিভাগের নোডাল অফিসার, দুটি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতিগণ, নির্বাহী আধিকারিকবৃন্দ এবং উপ শাসক ও উপ সমাহর্তাত্রয় শুভঙ্কর সরকার, গোপাল চন্দ্র রাণা ও সমীর কুমার দাস।
# Please download AVRO Bengali font from 'Useful Links' to avoid difficulty in seeing the report properly.
No comments:
Post a Comment